Site icon Jamuna Television

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় ২ ছাত্রলীগ নেতাসহ ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে নিহতের স্ত্রী রোজিনা পারভীন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয়েছে কুড়িগ্রাম সদর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দুকে। গতকাল আটক রেজভীসহ ২ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানের ওপর হামলা চালায় রেজভীসহ কয়েকজন। পরে হাসপাতালে মারা যায় সোহান। এই ঘটনার পর অভিযুক্ত রেজভীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

এটিএম/

Exit mobile version