Site icon Jamuna Television

আমবয়ান-তালিমের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা

আমবয়ান-তালিমের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের মুরুব্বী মাওলানা সাঈদ বিন সাদ। বাংলায় তর্জমা করেন মুফতি ওসামা ইসলাম।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে তালিম করান ভারতের আরেক মুরুব্বী মাওলানা আব্দুল আজিম। আসরের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ওসমান। এরপর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। আর মাগরিবের পর মুসল্লিদের বয়ান শোনাবেন ভারতের মুফতি ইয়াকুব।

মাওলানা সাদের অনুসারীরা দ্বিতীয় পর্বের এই ইজতেমার আয়োজন করেছেন। কাল সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে হতে পারে এই পর্বের আখেরি মোনাজাত। আর মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ।

এটিএম/

Exit mobile version