Site icon Jamuna Television

রাজধানীতে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৭

গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ৭ জনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

ইয়াবা ব্যবসায়ী আবুল কালাম সিন্ডিকেটের সদস্য দেলোয়ারকে প্রথমে কৌশলে গ্রেফতার করে। এরপর একে একে এই সিন্ডিকেটের মূল হোতা আবুল কালামসহ সবাইকে ইয়াবা বিক্রয়ের সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মুগদা এলাকায় শিকদার ভবনের একটি ফ্ল্যাট থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ঢাকা উত্তরের সহকারি পরিচালক মো: খুরশিদ আলম।

Exit mobile version