Site icon Jamuna Television

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চট্টগ্রামে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে অসীম রায় বাবু নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের চার সদস্যও। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি, বাবু মাদক ব্যবসায়ী ছিলেন। গতকাল রাত সাড়ে বারটার দিকে মুরাদপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

র‍্যাব জানায়, এক নম্বর রেলগেট এলাকায় টহলরত সদস্যরা একটি প্রাইভেট কারকে থামানোর জন্য সংকেত দেয়। এসময় কারের আরোহীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এতে চার র‍্যাব সদস্য আহত হন। পাল্টা জবাব দেয় র‍্যাব। একপর্যায়ে কারের মধ্যে থাকা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে লাশটি চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

Exit mobile version