Site icon Jamuna Television

চট্টগ্রামে ১২৩ ভরি স্বর্ণ চুরির ৭ দিন পর ধরা চোরচক্রের ৬ সদস্য

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে বাসায় ঢুকে ১২৩ ভরি স্বর্ণ চুরির ৭ দিন পর ধরা পড়েছে চোরচক্রের ৬ জন। তাদের কাছে পাওয়া গেছে একটি আগ্নেয়াস্ত্র ও চুরির যন্ত্রপাতি।

পুলিশ জানায়, এই চোরচক্রের সদস্যরা ১০ সেকেন্ডে তালা খুলতে পারদর্শী। কয়েকদিন রেকি করার পর বাসা টার্গেট করে। চুরির কাজে ব্যবহার করে শিশুদেরও। দেশজুড়ে ছড়িয়ে আছে এই চক্রের সদস্যরা।

পুলিশের দাবি, এই চক্রের একাধিক গ্রুপ সক্রিয় যারা সারাদেশে বাসা বাড়িতে চুরি করে। টানা কয়েকদিন রেকি করার পর বাসা টার্গেট করে।

গত ২ ফেব্রুয়ারি সীমানা প্রাচীর টপকে চট্টগ্রামের আমিরবাগ আবাসিক এলাকায় এই বাড়িতে ঢুকে ১২৩ ভরি স্বর্ণ ও মার্কিন ডলার চুরির চিত্র ধরা পড়ে সিসি ক্যামেরায়। এক সপ্তাহ পর চোরচক্রের মূল হোতা আরিফ ওরফে মেহেদী হাসানসহ ৬ জনকে গ্রেফতারের পর উদ্ধার হয়েছে ৫২ ভরি স্বর্ণালংকার। চুরির ঘটনা স্বীকার করেছেন মেহেদি।

চুরি যাওয়া স্বর্ণলংকার উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের খবরে ছুটে আসেন ভুক্তভোগীরা।

এটিএম/

Exit mobile version