Site icon Jamuna Television

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু

ফাইল ছবি।

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বার্ধক্যজনিত কারণে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো: সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মুসল্লির নাম মন্তাজ উদ্দিন (৭৮), বাসা ঢাকার বংশাল থানার বাবুবাজার এলাকায়। সকাল ৬টা ৪০ মিনিটে ইজতেমা ময়দানে ১১ নং খিত্তার ৫৬০৭ খুঁটিতে অবস্থান করার সময় তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে জানাযা শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ নিয়ে বিশ্ব ইজতেমার ময়দানে দ্বিতীয় পর্বে ৬জন মুসল্লির মৃত্যু হলো।

/এমএইচআর

Exit mobile version