Site icon Jamuna Television

‘ব্যাংক খাত পুনর্গঠনের রোডম্যাপ কাজে আসবে না’

অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

পতনের কারণ না জেনে ব্যাংকিং খাত পুনর্গঠনে নতুন রোড ম্যাপ নেয়া হয়েছে। এটি কোন কাজে আসবে না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ব্যাংকিং অ্যালমানক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেছেন, ব্যাংকিং খাত অর্থনীতির হৃদপিণ্ড। এটি ভালো না থাকলে অর্থনীতিও ভালো চলবে না। ব্যাংকিং খাতের যে অবনতি হয়েছে, খেলাপি ঋণের পরিমাণ দেখলেই তা বোঝা যায়।

দুর্বল ব্যাংক একীভূতকরণের যে উদ্যোগ নেয়া হয়েছে সেটি সফল হবে না বলে মত দিয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কারণ হিসেবে বলেন, কোনো ভালো ব্যাংক খারাপ ব্যাংকের দায় নিতে চাইবে না।

এই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, খেলাপিদের ঋণ পুনতফসিলের যে সুযোগ দেয়া হচ্ছে তা ঠিক না। মন্দ ঋণ অবলোপনের যে সুযোগ দেয়া হচ্ছে তারও সমালোচনা করেন তিনি।

রাজনৈতিক সিদ্ধান্তে ব্যাংকের অনুমোদন দেয়া যে ভুল ছিল সেটি এখন প্রমাণিত উল্লেখ করে এতে বক্তারা বলেন, আইনের সঠিক প্রয়োগ ছাড়া সঙ্কট থেকে বেরিয়ে আসা সম্ভব নয়।

/এমএন

Exit mobile version