Site icon Jamuna Television

ইজতেমার দ্বিতীয় দিনে ১৪টি যৌতুকবিহীন বিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শনিবার (১০ ফেব্রুয়ারি) ইজতেমার দ্বিতীয় দিনে আসরের নামাজের পর মোট ১৪টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে মাশোয়ারা কামড়ায় এই ১৪টি বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ। বিয়ের পর উপস্থিত মুসল্লিদের মাঝে খেজুর বিতরণ করা হয়।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে মোট ৭২টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়।

/এএস

Exit mobile version