Site icon Jamuna Television

ডিম দিবসে এবার পাবেন বিনামূল্যে সিদ্ধ ডিম

ডিম দিবস উপলক্ষে এবার বিনামূল্যে সিদ্ধ ডিম দেবে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)। ঢাকায় জাতীয় প্রেসক্লাব, কারওয়ান বাজার, মিরপুর এবং রবীন্দ্র সরোবর এলাকায় এই ডিম বিতরণ করা হবে। এই সাথে বিভিন্ন শিশু সদন ও এতিমখানা এবং বৃদ্ধাশ্রমের সদস্যদের জন্যও বিনামূল্যে ডিম দেওয়া হবে।

দিবসটি যৌথভাবে উদযাপন করছে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর।

এদিকে, দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাব থেকে র‍্যালী বের করা হবে। পরে সকাল ১০টায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এছাড়া, বিভাগীয় শহরেও আয়োজন করা হবে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা। বিতরণ করা হবে সিদ্ধ ডিম।

গত বছর এই দিবসে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে তিন টাকায় ডিম বিক্রি করা হয়েছিলো। সেসময় ডিম না পেয়ে অনেকে হট্টগোল করে। পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়।

Exit mobile version