Site icon Jamuna Television

চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত ১

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিশ্বজিৎ ধর বিষু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, সন্ধ্যায় সাগরিকা এলাকায় প্রাইভেট পড়ানো শেষে বাসার উদ্দেশে রওনা হয় বিষু। সাগরিকা মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার ভর্তি করে চট্টগ্রাম মেডিকেলে। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যান বিষু। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। বিষু পাহাড়তলী থানা পূজা উদযাপন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

Exit mobile version