Site icon Jamuna Television

হাসপাতালে মিঠুন, কেমন আছেন অভিনেতা?

গতকাল শনিবার সকাল ১০টার দিকে শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা মিঠুন চক্রবর্তী। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান আরেক অভিনেতা সোহম। পেরিয়ে গেছে ২৪ ঘণ্টা। কেমন আছেন এই তারকা?

সংবাদ সূত্রে জানা গেছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মিঠুন। অভিনেতার শরীরে ডান দিকটা খানিক দুর্বল হয়ে গেছে। হাত নাড়াতে কষ্ট হচ্ছে। অস্বস্তিও রয়েছে। তবে এখন তিনি পুরোপুরি সজ্ঞানে। চিকিৎসকদের সঙ্গে অল্প কথাও বলেছেন।

আপাতত তাকে তরল খাবার দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে। নিউরোলজি, কার্ডিয়োলজি এবং গ্যাস্ট্রোএনট্রোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তার আরও কিছু শারীরিক পরীক্ষার পর পরবর্তী চিকিৎসা এগোবে বলেও জানানো হয়েছে।

এটিএম/

Exit mobile version