Site icon Jamuna Television

শিশু আয়ানের মৃত্যু; ২ আসামির জামিন বহাল

রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় ২ আসামির জামিন বহাল রেখেছে বিচারিক আদালত। নামঞ্জুর হয়েছে তাদের কারাগারে পাঠানোর নির্দেশনা চেয়ে আয়ানের বাবার করা আবেদন। এছাড়া সারাদেশের অনিবন্ধিত হাসপাতালের তালিকা হাইকোর্টে দাখিল করেছে স্বাস্থ্যমন্ত্রণালয়।

হাইকোর্টে আয়ানের মৃত্যু নিয়ে পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ১৮ ফেব্রুয়ারি। আর বিচারিক আদালতে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৪ মার্চ। গত ৩১ ডিসেম্বর রাজধানীর সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু আয়ানকে। অনুমতি ছাড়াই ফুল অ্যানেসথেসিয়া দিয়ে সুন্নতে খতনা করান চিকিৎসক। এরপর আর জ্ঞান ফেরেনি শিশু আয়ানের।

স্বজনরা জানান, আয়ানের সুন্নতে খতনার দিন অপারেশন থিয়েটারে মূলত ওই মেডিকেল কলেজের ৪০ থেকে ৫০ জন ইন্টার্ন চিকিৎসক ভেতরে ছিলেন। টানা সাতদিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৭ জানুয়ারি মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এটিএম/

Exit mobile version