Site icon Jamuna Television

দ্রুতই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে: রিজভী

দ্রুতই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতেই দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার ও জুলুম চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, কারাগারে নেতাকর্মীদের ওপর এখনও নির্যাতন চলছে। আওয়ামী লীগের ইশারায় বিএনপিকে নির্মুল করতে প্রশাসন মাঠে নেমেছে। এছাড়া, সারাদেশে নতুন করে নেতাকর্মীদের রাজনৈতিক মামলায় জড়ানোর পাঁয়তারা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির এক দফা আন্দোলন চলতে থাকবে। এ সময় জনগন ভোট বর্জন করেছে এবং জনগনকে সাথে নিয়ে এই সরকারের পতন নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version