Site icon Jamuna Television

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাসে লরির ধাক্কা

লরির ধাক্কায় ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে এ ঘটনা ঘটে।

তবে টিম বাসে কোনো ক্রিকেটার, কোচিং স্টাফ বা অন্য কোনো সদস্য ছিলেন না। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বাসটিতে ক্রিকেটারদের সরঞ্জামাদি ছিল। বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরুর আগে বাসে করে ক্রিকেটারদের সরঞ্জাম ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হচ্ছিল।

টিম কর্মকর্তারা জানান, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা ঢাকা ছাড়বে রোববার বিকেল ৪টার ফ্লাইটে। ঘরের মাঠে তারা ৪টি ম্যাচ খেলবে। দলটির পরবর্তী ম্যাচ ১৩ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। বিপিএলে ৮ ম্যাচ খেলা শুভাগত হোমের দলের জয় ৫টিতে। পয়েন্ট তালিকার ৩ নম্বরে রয়েছে চট্টগ্রাম।

/এনকে

Exit mobile version