Site icon Jamuna Television

আগামী ৩ দিন দেশের তাপমাত্রা যেমন থাকবে

ফাইল ছবি।

দেশে মধ্যরাত থেকে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং আগামী তিনদিন আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই সময়ে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে কিছুটা বাড়বে তাপমাত্রা।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানায় অধিদফতর। কুয়াশা নিয়ে পূর্বাভাসে উল্লেখ করা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সারাদেশে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলেও জানানো হয়েছে।

\এআই/

Exit mobile version