Site icon Jamuna Television

ইজতেমা শেষে যানবাহনে ভোগান্তি, পায়ে হেঁটে ফিরছেন মুসল্লিরা

শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে দুই দফায় ৫৭তম আয়োজন সম্পন্ন হলো। মোনাজাত শেষে বাড়ি ফিরতে সড়কে ঢল নামে মুসল্লিদের। তবে যানবাহন কম থাকায় বেশ ভোগান্তিতে পড়েন তারা। অনেকে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে।

যারা যানবাহনে উঠতে পেরেছেন তাদেরও রয়েছে বিভিন্ন অভিযোগ। নির্ধারিত মূল্যের চেয়েও অনেক বেশি ভাড়া নেয়ার অভিযোগ করছেন তারা। একই অবস্থা রেলপথেও। সেখানেও যেন তিল ধরণের ঠাঁই নেই। ইজতেমার দ্বিতীয় ও অন্তিম পর্ব শেষে নানা অভিযোগ থাকলেও সবার মুখেই স্বস্তির হাসি। আখেরি মোনাজাতে পরিবার ও প্রিয়জনদের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন তারা।

এর আগে, রোববার সকাল ১১টা ১৫ মিনিটে শুরু হয় মোনাজাত। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগতীর। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান।

এটিএম/

Exit mobile version