Site icon Jamuna Television

ঘরে আটকে রেখে কাজে বাবা-মা, আগুনে পুড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, সাভার:

সাভারের আশুলিয়ায় একটি বাসা বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৫ বছর বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে বাড়িটির অন্তত ৪টি কক্ষ। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার পানধোয়া এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার দিকে স্থানীয়রা ওই বাড়িতে আগুন দেখতে পেয়ে জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ততক্ষণে ওই বাড়ির ৪টি কক্ষ পুড়ে যায়। পরে পুড়ে যাওয়া একটি কক্ষের ভেতর থেকে ৫ বছর বয়সী ওই শিশুর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস আরও জানায়, নিহত ওই শিশুর বাবা-মা ওই শিশুকে কক্ষের ভিতরে রেখে বাহির থেকে দরজা লাগিয়ে কাজে চলে যায়। আগুনের তীব্রতা বেড়ে গেলে দরজা খুলে শিশুকে বাইরে বের করার কোনো সুযোগ পাননি স্থানীয়রা। আর এ কারণেই ওই শিশুর মৃত্যু হয়।

/এএস

Exit mobile version