Site icon Jamuna Television

৯ মাসের সন্তানকে হারপিক খাইয়ে নিজেও পান করলেন মা, সন্তানের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, গোপালগঞ্জ:


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে ৯ মাস বয়সী নিজ সন্তানকে হারপিক খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে এক মা। পরে তাদের গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে শিশুটির মৃত্যু হয়। শিশুটির মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির ময়নাতদন্ত আজ সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মামুন তালুকদারের স্ত্রী আঁখি বেগমের সাথে শাশুড়ি-ননদের ঝগড়া হয়। পরে আঁখি নিজের ৯ মাসের মেয়েকে হারপিক খাইয়ে নিজেও হারপিক পান করে। পরে তাদের গুরুতর অসুস্থ অবস্থায় টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে শিশুটির মৃত্যু হয়। তবে বেঁচে যায় শিশুটির মা আঁখি বেগম। বর্তমানে তিনি গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

/আরএইচ

Exit mobile version