Site icon Jamuna Television

কিউবায় হিমাগার থেকে চুরি ১৩৩ টন মুরগির মাংস

কিউবায় হিমাগার থেকে চুরি হলো ১৩৩ টন মুরগির মাংস। ব্যতিক্রমী এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ৩০ জনকে।

চলমান খাদ্য সংকটের সময় দেশটির রাজধানী হাভানায় হয় এই ঘটনা। ডাকাতির পর চুরি করা মাংস রাস্তায় বিক্রি করা হয়। দেড় হাজারের বেশি সাদা রঙের বক্সে মাংসগুলো বাইরে নেয় অভিযুক্তরা। বিক্রির অর্থ দিয়ে ফ্রিজ, ল্যাপটপ, টেলিভিশন এবং এসি কেনা হয়েছে দাবি স্থানীয় গণমাধ্যমের।

অভিযুক্তদের মধ্যে শিফটের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ, আইটি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের রাখা হয়েছে। বলা হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে তাদের।

এটিএম/

Exit mobile version