Site icon Jamuna Television

২৫ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

দেশের আকাশে রোববার হিজরি শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে (১৪ শাবান) পালিত হবে পবিত্র শবে বরাত।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানদের কাছে শবে বরাত বা সৌভাগ্যের রাত হিসেবে বিবেচিত। এই রাতে মুসলমানরা ইবাদত বন্দেগি করে কাটান। এছাড়া, শবে বরাত রমজানের বার্তাও নিয়ে আসে। সাধারণত শবে বরাতের ১৫ দিনের মাথায় রমজান মাস শুরু হয়।

/আরএইচ

Exit mobile version