Site icon Jamuna Television

উত্তরপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ মেডিকেল পরীক্ষার্থীর

মেডিকেল ভর্তি পরীক্ষায় অপ্রীতিকর ঘটনার অভিযোগ নিয়ে দুই দিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ঘুরেছেন হুমাইরা ইসলাম নামের এক শিক্ষার্থী। কোথাও সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত রোববার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রীর সাথে দেখা করতে যান তিনি। সেখানেও কর্মকর্তাদের দুর্ব্যবহারের শিকার হন সেই শিক্ষার্থী ও তার পরিবার।

এমবিবিএস ভর্তি পরীক্ষার্থী হুমাইরা ইসলাম অভিযোগ করেছেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর ৪০ মিনিট পর তার পাশের শিক্ষার্থীর কাছে নকলের ডিভাইস পান পর্যবেক্ষক। রাগান্বিত হয়ে অভিযুক্ত ও পাশের দুই জনের ওএমআর শিট ছিঁড়ে ফেলেন তিনি।

পরে আর পরীক্ষাই দিতে পারেননি হুমাইরা। রোববার ফল প্রকাশের দিন স্বাস্থ্য মন্ত্রীর সংবাদ সম্মেলনে হাজির হন হুমায়রা। মন্ত্রী বের হওয়ার সময় পথরোধ করে জানান তার অভিযোগ। এসময় কর্মকর্তারা হুমাইরার পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহারের করেছেন বলে অভিযোগও করেন তার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে ভুক্তভোগী হুমাইরা বলেন, আমার স্বপ্ন ডাক্তার হওয়ার। আমার স্বপ্নকে ভেঙে দেয়া হয়েছে। তিনি আমার খাতা ছিনিয়ে নিয়ে গেছেন। আমি এর বিচার চাই।

/এএস

Exit mobile version