Site icon Jamuna Television

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার উপ-কমিটি গঠন

প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে আহ্বায়ক করে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার উপ-কমিটি গঠন করেছে দলটি। যমুনা টেলিভিশনকে এটা নিশ্চিত করেছে কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক।

এখন দলীয় ইশতেহার প্রকাশের আগে তা পর্যালোচনাসহ যাবতীয় কাজ সম্পন্ন করতে কাজ করবে কমিটি। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান করা হয়েছে সদস্য সচিব।

সদস্য হিসেবে আছেন, এইচ টি ইমাম, ড. অনুপম সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। পেশাজীবীরাও রয়েছেন এই কমিটিতে। আহ্বায়ক আব্দুর রাজ্জাক যমুনা নিউজকে আরো জানান, কমিটিতে আরো কয়েকজনকে নেয়া হবে।

Exit mobile version