Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার অদ্ভুত কাণ্ড: রানআউট হলেও আবেদন করতেই ভুলে গেলেন ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা

ছবি: সংগৃহীত

২২ গজের ক্রিকেটে অনেক অদ্ভুত কাণ্ডই ঘটে থাকে। তারই উদাহরণ স্বরূপ আজ ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ম্যাচে ঘটেছে আরেকটি অদ্ভুত কাণ্ড। ম্যাচের ১৯তম ওভারে স্পেন্সার জনসনের বলটি কাভারে খেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান জোসেফ। তবে সেখানে থাকা ফিল্ডারের থ্রো ধরে ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙেন জনসন। পরে রিপ্লেতে দেখা যায়, স্টাম্প ভাঙার সময় জোসেফ ছিলেন ক্রিজের বাইরেই। স্বাভাবিকভাবেই তার আউট হওয়ার কথা।

কিন্তু আবেদন না করায় রান আউট চেকই করেননি আম্পায়াররা! সে সময় ব্যাটার বেশ দূরে ছিলেন। তবে টিম ডেভিড দাবি করেন, তিনি আবেদন করেছিলেন। এ নিয়ে বেশ উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি ঠাণ্ডা করেন অধিনায়ক মার্শ।

এমসিসির ক্রিকেট আইনের ৩১.১ নম্বর ধারা বলে, আইনের মধ্যে থেকে কোনো ব্যাটার আউট হলেও কোনো ফিল্ডার যদি আবেদন না করেন, তাহলে কোনো আম্পায়ারই তাকে আউট দেবেন না।

এ ঘটনার পর অ্যাবুড এসে স্টাম্প ঠিক করে পরের বলের জন্য প্রস্তুতি নিতে উদ্যত হন। সে সময়ই তার পাশে জড়ো হতে থাকেন অস্ট্রেলিয়ানরা। সে সময় তাকে বলতে শোনা যায়, কোনো আবেদন হয়নি।

/আরআইএম

Exit mobile version