Site icon Jamuna Television

ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় ঢাকায় ওমেন্স ম্যারাথন

ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হলে শুধু নগর কেন্দ্রিক নয় প্রান্তিক পর্যায়েও প্রচারণা চালাতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

সকালে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতা বাড়াতে ওমেন্স ম্যারাথনের পুরস্কার বিতরন শেষে এমনটাই জানান তিনি। বলেন, নারীদের মধ্য সচেতনতা বাড়ানো গেলে ক্যান্সারে আক্রান্তদের সংখ্যা কমানো সম্ভব। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিকন আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন ২শতাধিক নারী ও কিশোরী।

আয়োজকরা বলেন, ২০০৭ থেকে চলা এই কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Exit mobile version