Site icon Jamuna Television

গাজীপুরে ট্রেনের সাথে অটোরিকশা-কাভার্ডভ্যান-ট্রাকের ধাক্কায় নিহত ১

গাজীপুরে ট্রেনের সাথে অটোরিকশা-কাভার্ডভ্যান-ট্রাকের ধাক্কায় ৪ জন আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত এগারোটায় টঙ্গীর মধুমিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস মধুমিতা এলাকায় পৌঁছালে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা সিটি করপোরেশনের একটি ডাম্প ট্রাক, ইট বোঝাই কাভার্ডভ্যান ও যাত্রীবাহী অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে উল্টে যায় যানবাহনগুলো। স্থানীয়দের চিৎকারে ট্রেনটি থামে।

এ ঘটনায় ঢাকা থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। পরে রাত একটায় চলাচল স্বাভাবিক হয়।

/এটিএম/এমএন

Exit mobile version