Site icon Jamuna Television

টাঙ্গাইলে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ৯৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে শহরের রাবনা বাইপাস ইন্ট্রাকো সিএনজি পাম্পের সামনে রাজশাহী জেলার চারঘাট উপজেলার সাদিপুর এলাকার নুর ইসলামের ছেলে দ্বিন ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মাদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি পাম্পের সামনে রাস্তার উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ওই আসামিকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে তার সাথে থাকা ব্যাগ চেক করে ৯৮০০ পিস ইয়াবা, ১টি মোবাইল ও নগদ ৫০৮০ টাকা সহ গ্রেফতার করা হয়।

আসামির বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version