Site icon Jamuna Television

বরিশালে ভিড়লেন কেশভ মহারাজ

ফাইল ছবি।

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেতে আসছেন দক্ষিণ আফ্রিকার অর্থোডক্স স্পিনার কেশভ মহারাজ। তাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। এরইমধ্যে প্রোটিয়া স্পিনারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সেরে ফেলেছে তামিম ইকবালের দল।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ পর্ব। এই পর্বের প্রথম দিনেই দলের সঙ্গে যোগ দেবেন মহারাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলের টেস্ট একাদশে যোগ না দিয়ে বিপিএল খেলতে আসছেন তিনি।

সদ্য সমাপ্ত ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি এসএ-২০ এর আসর শেষ করেই বাংলাদেশের উদ্দেশে ছুটছেন তিনি। টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করতেই মহারাজকে দলে ভিড়িয়েছে বরিশাল। এখনও লিগপর্বে বরিশালের ৪টি ম্যাচ বাকি আছে। দেশের দক্ষিণ অঞ্চলের এ দলটি বিপিএলের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।

/এনকে/এমএন

Exit mobile version