Site icon Jamuna Television

তরুণ ভোটারদের আকৃষ্ট করতে টিকটকে বাইডেনের ভোটের প্রচারণা

জো বাইডেন। ছবি: সিএনএন।

নির্বাচনী প্রচারণায় টিকটকে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আবারো নির্বাচনে অংশগ্রহন করেছেন ৮১ বছর বয়সী এই প্রবীণ। সোমবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তরুণ ভোটারদের আকৃষ্ট করতেই ব্যবহার করা হয়েছে বহুল আলোচিত-সমালোচিত এই সামাজিক যোগাযোগ মাধ্যম। কিছু মার্কিন আইনপ্রণেতা দীর্ঘদিন ধরে অ্যাপটিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আসছেন। অভিযোগ, চীন সরকার টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের ডেটা অ্যাক্সেস করতে সক্ষম হবে।

এছাড়াও টিকটকে ধারণ করা একটি ভিডিও শেয়ার করে ইতিমধ্যেই আলোচনায় এসেছেন বাইডেন। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতকরণে চীনা প্রযুক্তি জায়ান্ট ‘বাইটড্যান্স’এর মালিকানাধীন টিকটক নিয়ে সন্দেহ থাকার জন্য পর্যালোচনা করছে দেশটির সরকার।

\এআই/

Exit mobile version