Site icon Jamuna Television

রকেট লঞ্চার ঠেকাতে নতুন প্রযুক্তি আবিষ্কার উত্তর কোরিয়ার

নতুন ব্যালিস্টিক নিয়ন্ত্রণ ব্যবস্থার আবিষ্কার করেছে উত্তর কোরিয়া। ছবি: কেসিএনএ।

একাধিক রকেট লঞ্চার ঠেকাতে একটি নতুন ব্যালিস্টিক নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছে উত্তর কোরিয়া। সোমবার (১২ ফেব্রুয়ারি) ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া (ডিপিআরকে) সফলভাবে নিয়ন্ত্রণযোগ্য এ প্রযুক্তি সবার সামনে আনার ঘোষণা দেয়। এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানায়। খবর সিজিটিএন।

কেসিএনএ’র বরাত দিয়ে সিজিটিএন জানায়, নতুন একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছে তারা। বিভিন্ন ধরণের একাধিক রকেট লঞ্চারের বিরুদ্ধে কাজ করবে এটি।

কেসিএনএ আরও জানায়, রোববার ব্যালেস্টিক নিয়ন্ত্রণ প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে দেশটির দ্য অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্স। গেলো কয়েক মাসে বেশ কয়েকটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ধারণা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার জবাবে এ ধরণের তৎপরতা বাড়িয়েছে দেশটি।

\এআই/

Exit mobile version