Site icon Jamuna Television

রাফাহতে রাতভর বোমাবর্ষণ ইসরায়েলের, নিহত ৬৩

ছবি: আল জাজিরা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বোমাবর্ষণে রাফাহ এলাকায় কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর ওয়াফা নিউজ।

ওয়াফা নিউজ জানায়, রোববার মধ্যরাত থেকে শুরু হয় বোমা ও মিসাইল হামলা। বিমান এবং যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয় এসব মারণাস্ত্র। যেগুলোর লক্ষ্য ছিলো, সবুরা এলাকায় অবস্থিত ‘আর রাহমা’ মসজিদ ও আল-হুদা এলাকার ‘ইয়ুবনা ক্যাম্প’। আইডিএফ’এর হামলা থেকে বাঁচতে দুটি স্থানে আশ্রয় নিয়েছিলেন কয়েক হাজার গাজাবাসী।

উল্লেখ্য, দুটি এলাকাই মিসরীয় সীমান্তের কাছাকাছি অবস্থিত। হতাহতদের দ্রুত নেয়া হয়, উপত্যকার কুয়েতি হাসপাতালে। সেখানকার পরিচালক জানান, বিপুল আহতের তুলনায় ওষুধ ও জরুরি সরঞ্জাম অপর্যাপ্ত। প্রসঙ্গত, ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় ২৮ হাজার ছাড়ালো মোট প্রাণহানি।

\এআই/

Exit mobile version