Site icon Jamuna Television

হাসপাতালে ভর্তি হলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন

লয়েড অস্টিন। ছবি: গেটি ইমেজ।

গুরুতর অসুস্থ হয়ে একমাসের ব্যবধাণে আবারও হাসপাতালে ভর্তি হলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রোববার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকালে এ বিষয়ক বিবৃতি প্রকাশ করে পেন্টাগন। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে চলছে লয়েডের চিকিৎসা। ডাক্তাররা জানান, ৭০ বছর বয়সী এই কর্মকর্তাকে সিসিইউ’তে রাখা হয়েছে। তবে, কবে নাগাদ তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে, সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানায়নি পেন্টাগন। ফলে, আগামী বুধবার তার ব্রাসেলস সফর অনিশ্চিত হয়ে গেলো। সেখানে, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জরুরি বৈঠক হওয়ার কথা।

বিবৃতির কিছুক্ষণ পরই, দ্বিতীয়বারের মতো বিবৃতি প্রকাশ করে পেন্টাগন। জানায়, ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকসের কাছে হস্তান্তর করা হয়েছে দায়িত্ব।

নতুন বছরের প্রথমদিনই, শরীরে প্রচণ্ড ব্যাথা নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হাসপাতালে ভর্তি হন। গেলো বছর, প্রোস্টেট ক্যান্সার নিরাময়ে অস্টিনের দেহে অস্ত্রোপচার হয়।

\এআই/

Exit mobile version