Site icon Jamuna Television

৫৯ বছর পর চালু রাজশাহী-মুর্শিদাবাদ নৌরুট

রাজশাহী ব্যুরো:

দীর্ঘ অপেক্ষার পর চালু হয়েছে রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদ নৌরুট। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ প্রান্তে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর ফলে, ৫৯ বছর পর চালু হলো এই নৌরুটটি।

বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌপথ অতিক্রমণ ও বাণিজ্য প্রটোকলের ৪ ও ৫ নম্বর আওতাভুক্ত সুলতানগঞ্জ, গোদাগাড়ী পোর্ট অব কল এবং সুলতানগঞ্জ-মায়া নৌপথে নৌযান পরিচালনার উদ্বোধনের পর সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

ফিতা কেটে নৌরুটের কার্যক্রম উদ্বোধন করেন নৌপরিবন প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে জানানো হয়, আগামী দুই বছরের মধ্যে গোদাগাড়ীতে স্থায়ী বন্দর অবকাঠামো এবং মানিকগঞ্জের আরিচা পর্যন্ত পদ্মা নদী খননসহ অন্যান্য কাজ শেষ করা হবে। প্রাথমিকভাবে এ রুট দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাথর ও সিমেন্ট তৈরির মালামাল আনা হবে।

/এনকে

Exit mobile version