Site icon Jamuna Television

হাইকোর্টের নির্দেশ অমান্য: মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় এবার মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। যৌতুক আইনের একটি মামলা স্থগিত থাকার পরও আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেন মাদারীপুরের এই বিচারক। এই ঘটনার ব্যাখ্যা দিতে মো. আলমগীর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ সোমবার (১২ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। আগামী ১০ মার্চ সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে ওই বিচারককে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির বলেন, যৌতুক আইনের ৩ ধারার একটি মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছিলেন। মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত থাকার পরও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গত সপ্তাহে আসামিকে ১৫ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আসামি।

/এমএন

Exit mobile version