Site icon Jamuna Television

রাফায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১শ’

৭ বছর বয়সী নাতনির মৃতদেহ হাতে একজন প্রবীণ ফিলিস্তিনি। ছবি: সিএনএন।

রাফায় অব্যাহত ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ ছাড়িয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতভর চালানো হয় স্থল ও বিমান অভিযান। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, শরণার্থী শিবিরের পাশাপাশি রাফাহ ক্রসিং এলাকার বিভিন্ন এলাকায় চলে হামলা।

সিএনএন’এর প্রতিবেদনে আরও বলা হয়, বিমান থেকে ক্ষেপনাস্ত্র ও বোমা হামলার পাশাপাশি হেলিকপ্টার গানশিপ থেকে গুলি ছোড়া হয়। পাশাপাশি, সীমান্ত থেকে করা হয় গোলা বর্ষণ। এসব হামলায় অন্তত ১৪টি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে।

এদিকে, ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে রেডক্রস। একদিন আগেই, রাফাতে অভিযান চালিয়ে ২ জিম্মিকে উদ্ধার করে ইসরায়েলি স্পেশাল ফোর্স।

\এআই/

Exit mobile version