Site icon Jamuna Television

ইউক্রেনে হাইপারসনিক জিরকন মিসাইল হামলা রাশিয়ার

রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষতিগ্রস্ত একটি ভবনের সাইটে দমকলকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স।

ইউক্রেনে হাইপারসনিক জিরকন মিসাইলের হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (১২ ফেব্রুয়ারি) এই হামলা চালানো হয় বলে দাবি করে কিয়েভ। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের গবেষণা সংস্থা কিয়েভ রিসার্চ ইনস্টিটিউটের মতে, গেল সপ্তাহে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের হামলা চালায় মস্কো। প্রায় দুই বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো।

এর আগে, ২০২২ সালে এই ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনে রাশিয়া। শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতি সম্পন্ন এই মিসাইল প্রায় এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে। এর পাশাপাশি এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ফাঁকি দিতে পারে।

\এআই/

Exit mobile version