Site icon Jamuna Television

জাবির প্রশাসনিক ভবন গেটে তালা ঝুলিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অবরোধ

স্টাফ করেসপনডেন্ট, সাভার:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে মাদক সিন্ডিকেট উৎখাত এবং অছাত্রদের বের করাসহ পাঁচ দফা দাবিতে নতুন প্রশাসনিক ভবন গেটে প্রতীকি অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এতে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক ভবনের প্রধান গেট বন্ধ ছিল। ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ এই কর্মসূচিটি পালন করে।

সমাবেশ বক্তারা বলেন, অছাত্রদের হল থেকে বের করে মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। একইসাথে নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার নিষ্পত্তি করাসহ ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানা অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। 

/এমএইচআর/এনকে

Exit mobile version