Site icon Jamuna Television

ভালোবাসার দিনে নামতে পারে বৃষ্টি

মাঘের শেষ দিন আজ। আগামীকাল থেকে শুরু ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে আসছে ফাল্গুন ও বাসন্তী রঙের উৎসব। সেইসাথে আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবসও। ফাল্গুন ও ভালোবাসার এই মিশেলে প্রকৃতি জানান দিচ্ছে তার নতুন আবহ। তাই আজ (মঙ্গলবার) ও আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, তা জানার আগ্রহ অনেকেরই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারাদিন রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের পশ্চিমাঞ্চল ছাড়া সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়।

অপরদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে। যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ দেশের ৫ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি এবং কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থান রয়েছে এই তালিকায়।

এছাড়া দেশের আরও কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে সারাদিনের আবহাওয়া। এছাড়া ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

/এমএইচআর

Exit mobile version