Site icon Jamuna Television

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ঝামেলা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো ঝামেলা নেই। আত্মরক্ষার জন্য মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা এ দেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মিয়ানমার শিগগিরই জাহাজযোগে বিজিপি সদস্যদের ফেরত নেবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি কাজ করে যাচ্ছে।

এ সময় বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, সংসদে বিএনপির কোনো অস্তিত্ব নেই। সুতরাং তারা বিরোধী দল নয়। বিএনপি দেশে সব সময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তবে পুলিশ সচেষ্ট ছিল বলে তাদের পরিকল্পনা সফল হয়নি।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, দেশবিরোধী যেকোনো রকমের অপচেষ্টা রুখে দিতে প্রস্তুত রয়েছে পুলিশ। দেশের সার্বিক পরিস্থিতি ও মানুষের জানমাল রক্ষাই পুলিশের মূল লক্ষ্য।

/এমএন

Exit mobile version