Site icon Jamuna Television

‘ঢাকা ডার্বিতে’ আবাহনীকে হারালো মোহামেডান

ফেডারেশন কাপের ম্যাচে আবাহনীকে ২-১ ব্যবধানে হারিয়েছে মোহামেডান। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বি গ্রুপের এই ‘ঢাকা ডার্বি’।

দু’দলই নকআউট পর্বে ওঠায় ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হবার নির্ধারক। ম্যাচের ৩৮ মিনিটে ক্যারিবিয়ান ফরওয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে এগিয়ে যায় আবাহনী। ১-০ তে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে তারা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ চালায় মোহামেডান। ৫১ মিনিটে মুজাফফরের ক্রস থেকে মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার ইম্যানুয়েল সান্ডের শট লক্ষ্যভেদ করলে ম্যাচে ফেরে সাদা-কালো জার্সিধারীরা। মাত্র ৩ মিনিটের ব্যবধানে হাসান মুরাদের থ্রো ডাবল হেডে আবারও ঢুকে পড়ে আবাহনীর জালে। ২-১ এ লিড পায় মতিঝিলের ক্লাবটি।

ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ঢাকা ডার্বি জেতে সাদা-কালো’রা। গ্রুপ চ্যাম্পিয়নের তকমা নিয়ে নকআউট পর্বে পা রাখে আলফাজ আহমেদের শিষ্যরা।

/এমএইচআর/আরআইএম

Exit mobile version