Site icon Jamuna Television

এবার প্লেয়ার অব দ্য মান্থ’র পুরস্কার জিতলেন জোসেফ শামার

জোসেফ শামার (ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা বেশ ভালোভাবেই করলেন ক্যারিবিয়ান পেস সেনসেশন শামার জোসেফ। আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ’র জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠলো এই উইন্ডিজ তারকার হাতে।

জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গায়ানার এই পেসার। অ্যাডিলেড টেস্টের প্রথম বলেই স্টিভেন স্মিথের উইকেট নিয়ে জানান দিয়েছিলেন তার আগমনী বার্তার। এরপর আরও ৪ উইকেট নিয়ে অভিষেকে ফাইফার পাওয়া প্রথম ক্যারিবিয়ান বোলারের তকমা অর্জন করেন শামার। ব্যাট হাতেও টেল এন্ডার হিসেবে করেন ৩৬ রান।

সিরিজের দ্বিতীয় টেস্টে ব্রিজবেনে সেই ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচের দ্বিতীয় ইনিংসে আবারও তুলে নেন ৭ উইকেট। অবিশ্বাস্যভাবে অজিদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ রানে সেই জয়ের নেপথ্যেও শামার। একাই গুড়িয়ে দেন বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিং লাইন আপ। ২ যুগেরও বেশি সময় পরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতে উইন্ডিজ।

উল্লেখ্য, আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে জোসেফ শামারের সাথে সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছিলেন ইংল্যান্ডের অলিভার পোপ ও অস্ট্রেলিয়ার জশ হেজেলউডকে।

/এমএইচআর

Exit mobile version