Site icon Jamuna Television

বগুড়ায় কলেজে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

বগুড়া ব্যুরো:

বগুড়ার সোনাতলা উপজেলায় কলেজে যাওয়ার পথে ট্রাক চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাঁচকুড়ি ব্রীজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম শাহানা আকতার। তিনি সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সোনাতলা থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে শাহানাকে নিয়ে তার বড় ভাই মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা পাঁচকুড়ি ব্রীজের কাছে পৌঁছলে একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহানা আকতার মারা যান। এছাড়া তার বড় ভাই আহত হন। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে। তবে এ ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়।

/আরএইচ

Exit mobile version