Site icon Jamuna Television

কোটা পুর্নবহালের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সংবাদ সম্মেলন

সরকারি নবম ও দশম গ্রেডে চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বিকালে শাহবাগে মঞ্চের আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন বেশকিছু কর্মসূচি ঘোষণা করেন।

১৩ অক্টোবর আকবর আলী খান,বর্তমান কেবিনেট সচিব শফিউল আলমসহ বেশকয়েকজনের কূশপুত্রলিকা দাহের কর্মূসচি ঘোষণা করেন। ১৪ অক্টোবর সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সারা দেশে সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর সারাদেশে আন্দোলনের স্বপক্ষে গণসংযোগ শেষে ঢাকায় মহাসমাবেশ পালনের কথাও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

এই কোটা বাতিলের মাধ্যমে জামাত শিবিরের দাবিকে সরকারিভাবে অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে আহবায়ক দাবি করেন মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। অনতিবিলম্বে কোটা বহাল করার দাবিও করেন মুক্তিযোদ্ধার সন্তানরা।

Exit mobile version