Site icon Jamuna Television

‘দেশের অর্থনীতির আকার অনুযায়ী পুঁজিবাজার বড় হয়নি’

ঢাকা স্টক এক্সচেঞ্জকে শেয়ার কোম্পানি তালিকাভুক্ত করার ক্ষমতা দিতে হবে। এ কারণেই পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শীর্ষ ব্রোকারদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, ডিএসইতে লেনদেন হবে আর অন্য কেউ প্রডাক্ট ঠিক করে দেবে, তা হতে পারে না। ডিএসই স্টক ব্রোকার অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে বাণিজ্যপ্রতিমন্ত্রী বলেন, ১১ বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশন করা সম্ভব হলো না। এটা দুঃখজনক। ডিএসই ডিমিউচুয়ালাইজেশন না হলে এ পর্ষদ থাকার কোনো যৌক্তিকতা নেই।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির আকার অনুযায়ী পুজিবাজার বড় হয়নি। যে কারণে অর্থনীতির মূল শ্রোতের সাথে যুক্ত হতে পারেনি শেয়ার মার্কেট। তবে নতুন সরকার আসায় এখন এগিয়ে যাওয়ার সময়।

এটিএম/

Exit mobile version