Site icon Jamuna Television

সহজ জয়ে শেষ আটের পথে সিটি

ছবি: এএফপি

চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ সিক্সটিনে কোপেনহেগেনকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এতে শেষ আটের পথে এগিয়ে গেল দাপুটে দলটি।

রাউন্ড অফ সিক্সটিনের ১ম লেগে পারকেন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে ম্যানচেস্টার সিটি। খেলার ১০ মিনিটে কোনাকুনি শটে দারুণ এক গোল করেন ডি ব্রুইনা। ৩৪ মিনিটে ম্যাটসনের গোলে সমতায় ফেরে কোপেনহেগেন। ৪৫ মিনিটে গোলকিপারকে বোকা বানিয়ে চমৎকার এক গোল করেন বার্নার্ডো সিলভা।

দ্বিতীয়ার্ধে অনেকগুলো সুযোগ নষ্ট করে সিটিজেনরা। ৯২ মিনিটে কোপেনহেগেনের জালে শেষ পেরেক ঠোকেন ফিল ফোডেন। আক্রমণের পর আক্রমণ শানিয়েও তিনটির বেশি গোলের দেখা পায়নি সিটি। তবে এ জয়ে শেষ আটে যাওয়ার পথে দারুণভাবে এগিয়ে গেলো পেপ গার্দিওলার দল।

/এএম

Exit mobile version