Site icon Jamuna Television

বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ সেবা সরবরাহে ট্রাম্পের ‘না’

যুক্তরাষ্ট্রে ওবামা শাসনামলে গৃহীত কর্মজীবি নারীদের বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ সেবা সরবরাহ নীতিমালা থেকে ঘুরে দাঁড়ালো ট্রাম্প প্রশাসন। ফলে এখন থেকে নিয়োগদাতা ও বীমা সংস্থাগুলো নারীদের জন্ম নিয়ন্ত্রণের খরচ বহনে বাধ্য থাকছে না।

শুক্রবার এ বিষয়ে নির্দেশনা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যম বলছে এ পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ওবামাকেয়ার’ বাতিলের কাজ আরও একধাপ গুটিয়ে আনলেন ট্রাম্প। ২০০৯ সালে ওবামা সরকার প্রণীত স্বাস্থ্যসেবা আইনটির অন্যতম নীতিমালা ছিল এটি।

হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি সারাহ হুকাবে স্যান্ডার্স বলেন, ‘নিজ বিশ্বাসে অটল থেকে ধর্মচর্চার স্বাধীনতা এদেশের নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমরা প্রত্যেকেই এটা বিশ্বাস করি। তাই এ অধিকার অক্ষুণ্ন রাখতে কাজ করে যাওয়া আমাদের সরকারের কর্তব্য যা ট্রাম্প করছেন এবং ভবিষ্যতেও করবেন। এ নিয়ে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই।

এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। বলা হচ্ছে এ পদক্ষেপে বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণের সুবিধা হারাবেন সাড়ে ৫ কোটি নারী।

 

Exit mobile version