Site icon Jamuna Television

টাঙ্গাইলের শাড়ি আমাদের, আমাদেরই থাকবে: বস্ত্র ও পাটমন্ত্রী

টাঙ্গাইলের তাঁতের শাড়ির ভৌগলিক নির্দেশক (জিআই) সনদ আগেই ঘোষণা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বলেছেন, টাঙ্গাইলের শাড়ি আমাদের, তা আমাদেরই থাকবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। যে সকল বস্ত্রের জিআই সনদ নিতে হবে সেগুলোর জন্য কাজ চলছে বলেও জানান।

তৈরি পোশাক শিল্পের যেসব সঙ্কট আছে, তা মোকাবেলায় সরকার কাজ করছে জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, কোনোভাবেই তৈরি পোশাক শিল্পের উৎপাদন যেন ব্যাহত না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তৈরি পোশাক আমাদের প্রধান রফতানি খাত, তাই এ শিল্পের সাথে জড়িত সকল ইস্যু সরকার গুরুত্বের সাথে দেখে।

পাটের উৎপাদন বৃদ্ধিতেও মন্ত্রণালয় নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে, যা শিগগিরই দৃশ্যমান হবে বলেও জানিয়েছেন তিনি।

/এমএন

Exit mobile version