Site icon Jamuna Television

ভিন্ন ভিন্ন প্রস্তাব, আগামীকাল খসড়া চূড়ান্ত: মান্না

ফাইল ছবি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে বিএনপি-যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে আগামীকাল খসড়া চূড়ান্ত করে শিগগিরই তা প্রকাশ করা হবে। বিকালে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় বৈঠক শেষে এসব কথা জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় ৪ ঘণ্টা। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের কার্যকরী পরিষদের সভাপতি সুব্রত বড়ুয়া, মোস্তফা মোহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন ও বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে বৃহত্তর ঐক্যকে এগিয়ে নিতে জোটগতভাবে আন্দোলনের কর্মসূচি প্রণয়ন, অভিন্ন দাবি এবং লক্ষ্য ঠিক করার জন্য কয়েক দফা সভা করা হয়।

Exit mobile version