Site icon Jamuna Television

১০ জনের বায়ার্নকে হারালো লাৎসিও

ছবি: সংগৃহীত

শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে লাৎসিও। পেনাল্টি থেকে চিরো ইম্মোবিলের গোলে জয় নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি।

প্রতিপক্ষের মাঠে শুরুতে দাপুটে ফুটবল খেলেছে বায়ার্ন। দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ মিস করেন জোসুয়া কিমিখ। পাঁচ মিনিট পর ব্যর্থ হ্যারি কেইন। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেছিলো লাৎসিও। তবে, ২২ মিনিটে লুইস আলবের্তোর শট যায় ক্রসবার ঘেঁষে। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে, গোলরক্ষককে একা পেয়েও সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি গুস্তাভ ইসাকসেন। ৬৯ মিনিটে ডি-বক্সে উপেমেকানো ফাউল করে লাল কার্ডের পাশাপাশি পেনাল্টি পায় লাৎসিও। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন ইম্মোবিলে। দশ জনের দলে পরিণত হলেও আক্রমণাত্মক ফুটবলই খেলে যায় বায়ার্ন। তবে, ম্যাচে আর ফেরা হয়নি। হার নিয়ে মাঠ ছাড়ে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল।

/আরআইএম

Exit mobile version