Site icon Jamuna Television

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হলো বাংলাদেশ

১৭৮ ভোট পেয়ে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে এই ঘোষণা আসে।

মানবাধিকার কাউন্সিলের সদস্য হয়ে আগামী ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ দায়িত্ব পালন করবে।

শেষবারের মতো বাংলাদেশ ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হয়ে দায়িত্ব পালন করেছিল।

জাতিসংঘের সদস্য থেকে ৪৭টি দেশ নিয়ে এই কাউন্সিল গঠিত হয়। এ সকল দেশ নির্বাচনের মাধ্যমে কাউন্সিলের সদস্য হয়ে থাকে।

Exit mobile version