Site icon Jamuna Television

কুমিল্লা সিটির উপ-নির্বাচনে ৪ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া চার প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। এ সময় তিনজন প্রার্থী ও একজনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা ও উপদেষ্টা পরিষদের সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম, বিএনপির বহিষ্কৃত নেতা এবং কুসিকের দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও বহিষ্কৃত কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন কায়সার।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২২ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ ফেব্রুয়ারি।

আগামী নির্বাচন ৯ মার্চ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের ভোটকেন্দ্র থাকছে ১০৫টি।

/এনকে

Exit mobile version